আপনজন ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) মঙ্গলবার রাতে ঘোষণা করেছে ২০২৩ সালের সর্ব ভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-এ প্রথম স্থান অধিকার করেছেন যুগ্মভাবে দুজন। তারা হলেন তামিলনাড়ুর প্রবঞ্জন জে এবং অন্ধ্রপ্রদেশের বোরা বরুণ চক্রবর্তী ৭২০ নম্বর পেয়ে শীর্ষে রয়েছেন। এনটিএ প্রথম ৫০ জনের তালিকা প্রকাশ করেছে। তাতে দ্বাদশ স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গের সায়ন প্রধান। তার প্রাপ্ত নম্বর ৭১৫। ৭১০ নম্বর পেয়ে ৪২ নম্বরে আছেন একমাত্র মুসলিম উত্তরপ্রদেশের বারিরা আলি। এ বছর ২০.৩৮ লক্ষ প্রার্থীর মধ্যে মোট ১১.৪৫ লক্ষ প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।রাজ্যগুলির মধ্যে উত্তর প্রদেশে সর্বাধিক সংখ্যক যোগ্যতাসম্পন্ন প্রার্থী ১.৩৯ লক্ষ, তারপরে মহারাষ্ট্র ১.৩১ লক্ষ এবং রাজস্থান ১ লক্ষেরও বেশি। পশ্চিমবঙ্গ থেকে বসেছিল ৪৩,৮৯০জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct