সুরাইয়া সুলতানা, বসিরহাট, আপনজন: অভিষেকের হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার পাঠালেন পীরজাদারা বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে দোয়া চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনগণের উৎসাহ, আবেগ, ভালোবাসাকে সঙ্গে নিয়ে ৪৮তম দিন পূর্ণ করল নব জোয়ার যাত্রা! কোচবিহার থেকে শুরু করে উত্তর ২৪ পরগনায় জনগণের সমর্থনে নব জোয়ার জন সমুদ্রে পরিণত হয়েছে। রবিবার বনগাঁ, হাবড়া, অশোকনগরের পর বারাসতের কাছারি মাঠের তাঁবুতে রাত্রিবাস করেন। সোমবার টাকিরোড ধরে গোলাবাড়ি বেলেঘাটা হয়ে বেড়াচাঁপা হাড়োয়া রোডের জনজোয়ার কর্মসূচিতে ব্যাপক সাড়া পান। নির্ধারিত সময় মতই বসিরহাটের বাদুড়িয়া চৌমাথায় এসে উপস্থিত হন তিনি। তারপর বসিরহাট দু’নম্বর ব্লকের খোলাপাতা মোড় অবধি প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে একটি প্রকাশ্য সভায় যোগদান করেন। তারপর সেখান থেকে আবার ৫ কিলোমিটার রাজ্য সড়ক-২ অর্থাৎ টাকি রোডে পায়ে হেঁটে পৌঁছন বসিরহাট কলেজ পাড়ায়। সেখানেও মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তারপর তিনি বসিরহাটের ত্রিমোহিনী এলাকায় বড় কালী বাড়িতে গিয়ে পুজো দেন। তারপর মন্দির কমিটি ও পুরোহিতদের সঙ্গে আলাপচারিতা করেন। সেখান থেকে বেরিয়ে তিনি গিয়ে উপস্থিত হন বসিরহাটের সুপ্রাচীন মাওলানাবাগ দরবার শরীফে। পীর আল্লামা রুহুল আমিন রহ.-এর মাজার শরীফ দর্শনকরেন এবং দোয়া প্রার্থনা করেন । কথা বলেন পীরজাদা নুরুল আমিন, মনিরুল আমীন সহ পীরজাদা খোবায়েবআমীনের সঙ্গেও। দরবার শরীফের পক্ষ থেকে তার হাতে মানপাত্র ও উপহার দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে যা দ্বারা তার হাতে তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন শাড়ি। তারপর তিনি সেখান থেকে চলে যান বসিরহাট বিএসএসএ স্টেডিয়ামে। সেখানে সোমবার রাত্রিযাপন করেন তিনি। একদিকে মন্দির অন্যদিকে দরবার শরীফে গিয়ে সম্প্রীতি রক্ষা করেন তিনি। তবে এদিন প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে বিরোধীদেরও কাছে বার্তা দিলেন । প্রিয় নেতাকে এত কাছে থেকে দেখতে পেয়ে স্বভাবতই খুশি সীমান্ত শহর বসিরহাটের তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct