নিজস্ব প্রতিবেদক, রানীনগর, আপনজন: সোমবার নমিনেশন দাখিলের তৃতীয় দিনে ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের রানীনগর এলাকা। সূত্রের খবর- গত শনিবারের ঘটনায় রানীনগর ১ নম্বর ব্লকের সক্রিয় কংগ্রেস কর্মী মইনুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার সকালে রানীনগরের শেখ পাড়া এলাকায় পথ অবরোধ করে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব সহ দলের কর্মী ও সমর্থকরা। সেই সময় অপরদিক থেকে একদল তৃণমূল কর্মীকে আসতে দেখে তাদের ধাওয়া করে কংগ্রেস কর্মী ও সমর্থকরা বলে অভিযোগ। কিছুক্ষণ পরে সেখানে পুনরায় লাঠিসোঁটা নিয়ে মিছিল করে হাজির হয় তৃণমূল দলের কর্মীরা। শুরু হয় দুই দলের মধ্যে রীতিমতো সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় রানীনগর থানার বিশাল পুলিশবাহিনী। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। বর্তমানে ওই এলাকার চেহারা রয়েছে থমথমে। প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। এলাকায় দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct