ওবাইদুল্লা লস্কর, কাকদ্বীপ, আপনজন: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে নির্ধারণ করে দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ নির্ধারণের পর থেকে জেলায় জেলায় উত্তেজনা তৈরি হয়েছে। শুরু হয়েছে শাসক ও বিরোধীদের তরজা অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম পঞ্চায়েত রাজনীতি। সোমবার মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাকদ্বীপ বিডিও অফিস চত্বর। ঘটনাস্থলে কাকদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের প্রার্থীদের অভিযোগ যে ভিডিও অফিস চত্বর সিপিএম সমর্থকেরা লাঠি লোহার রড ও আগ্নেয়াস্ত নিয়ে ঘিরে রেখেছে এর ফলে তৃণমূল কর্মীর সমর্থকেরা মনোনয়নপত্র জমা দিতে পারছে না। আলতা সিপিএম কর্মী সমর্থকেরা অভিযোগ করছে সোমবার সকাল থেকেই কাকদ্বীপের বিডিও অফিস চত্বর শাসক দলের দুষ্কৃতীরা নিজেদের দখলে নিয়ে রেখেছে এর ফলে বিরোধীরা কেউ মনোনয়নপত্র জমা দিতে পারছে না। এক তৃণমূল কর্মী সমর্থক তিনি বলেন, সোমবার সকাল থেকে তৃণমূল কর্মীর সমর্থকেরা ও প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিল কাকদ্বীপ বিডিও অফিসে সেই সময় তাদের ওপর হামলা চালায় সিপিএমের দুষ্কৃতি বাহিনীরা। ইতিমধ্যেই প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবী জানাচ্ছে শাসকদলের প্রার্থী থেকে শুরু করে কর্মী সমর্থকরা। পাশাপাশি সিপিএমের কর্মী-সমর্থকদের দাবি। বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা না দিতে পারে সেক্ষেত্রে শাসকদলের দুষ্কৃতী বাহিনীরা গোটা বিডিও অফিস চত্বর ঘিরে রেখেছে। হাতে আগ্নেয়স্ত্র ও লাঠি নিয়ে বিরোধীদের ভয় দেখাচ্ছে শাসকদলের কর্মী সমর্থকেরা। ১৪৪ ধারা সত্ত্বেও বিডিও অফিস চত্বরে কিভাবে এত মানুষের জমায়েত তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছেছে কাকদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই স্পর্শকাতর জেলা হিসাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে চিহ্নিত করা হয়েছে। মনোনয়নপত্র দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct