আপনজন ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের (আইডিপি) ক্যাম্পে ভয়াবহ হামলায় ৪০ জন নিহত হয়েছেন।সোমবার (১২ জুন) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।কঙ্গোর ইতুরি প্রদেশের ডিজুগু অঞ্চলের বাহেমা বাদজেরের স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা রিচার্ড ধেদা বলেছেন, সোমবার ভোরে লালা ক্যাম্পে কো অপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব দ্য কঙ্গো (সিওডিইসিও) নামক সামরিক বাহিনীর একটি দল হামলা চালায়। এ হামলায় ৪০ জন মারা গেছেন।ধেদা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা সাইট বুলে থেকে পাঁচ কিলোমিটার দূরের একটি ক্যাম্পে হামলা চালানো হয়। হামলায় অন্তত ৪০জন মারা গেছেন।’মর্কি লম্বে নামক একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘তিনি ৪০টি মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন। গতকাল রাতে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন।’সিভিল সোসাইটির একজন প্রতিনিধি এফপিকে জানান, ক্যাম্পে হামলাকারীরা গুলি চালিয়েছেন। এছাড়াও বাড়িঘরসহ অনেকজনকে জ্বালিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজনকে ছুরিকাঘাতেও হত্যা করা হয়। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার প্রধান চারিট বানজা বলেন, ‘হামলায় নিহতদের গণকবরে দাফন করা হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct