আপনজন ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ আকারে বেড়েছে ইঁদুরের উৎপাত। ইঁদুর দমন করতে না পেরে এখন ইঁদুরের সাথে কীভাবে সহাবস্থান করা যায় সেটাই ভাবছেন নগর কর্মকর্তারা। ইঁদুর দমনে নানা পদক্ষেপে নেয়ার পরেও ব্যর্থ হয়ে সিটি মেয়র অ্যানি ইদালগো বলেছেন, ‘আমরা কেন ইঁদুরে সাথে বন্ধুত্ব করছি না?’সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, শহরজুড়ে ইঁদুর আতঙ্ক প্রকট হওয়ায় ইঁদুরের সঙ্গেই কীভাবে বসবাস করা যায়, সেটা গবেষণা করে দেখতে একটি কমিটি গঠন করছেন প্যারিসের মেয়র অ্যানি। সেইসাথে ইঁদুরের সংখ্যা কীভাবে কমানো যায়, তা খুঁজে বের করাই ওই কমিটির লক্ষ্য।এদিকে গত বৃহস্পতিবার সিটি কাউন্সিলের সভায় ইঁদুরের সমস্যা নিয়ে প্যারিসের ১৭তম প্রশাসনিক বিভাগের প্রধান ও ডানপন্থি রিপাবলিকান পার্টির সদস্য জিওফ্রয় বোলার্ডের এক প্রশ্নের জবাবে ওই কমিটি গঠনের কথা জানান শহরের জনস্বাস্থ্যের দায়িত্বে থাকা ডেপুটি মেয়র অ্যানি সুরিস।শহরের উন্মুক্ত স্থানে ইঁদুরের বিস্তার রোধে নগর কর্তৃপক্ষকে আরো উচ্চাভিলাষী কোনো পরিকল্পনার রূপরেখা দেওয়ার আহ্বান জানিয়েছেন বোলার্ড। প্যারিস থেকে ইঁদুর তাড়াতে পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ার অভিযোগ তুলে বামপন্থি সোশালিস্ট পার্টির মেয়র ইদালগোর সমালোচনাও করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct