আজিম শেখ, বীরভূম, আপনজন: রবিবার বৈকাল পাঁচটার সময় বীরভূম জেলার ময়ূরেশ্বর - ১ নং ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট গ্রামে কংগ্রেসের যোগদান সভায় তৃনমূলের বুথ সভাপতি সানুয়ার সেখ ও আজফার আলির নেতৃত্বে প্রায় ১০০০ (এক হাজার) তৃনমূল কংগ্রেসের কর্মী তৃণমূলের স্বজন পোষন ও বিভিন্ন দূর্নীতি যেমন কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, পঞ্চায়েতে চুরি ইত্যাদি অন্যায় অপকর্মের বিরুদ্ধে এবং আগামীদিনে স্বচ্ছভাবে মানুষের কাজ করার জন্য এবং জাতীয় কংগ্রেসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কংগ্রেসের দলীয় পতকা ধরে কংগ্রেস দলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতকা তুলে দিলেন বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর - ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক বজরুল হক, জেলা কংগ্রেস সদস্য জরিপ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস যেটা তাঁরা এতদিন ব্যবহার করে আসছিলেন আজ তৃণমূলের প্রতীক মুছে জাতীয় কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন এঁকে কংগ্রেসের পার্টি অফিসে পরিণত করলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct