আপনজন ডেস্ক: এক দশক ধরে বৈশ্বিক শিরোপা জিততে পারছে না ভারত। সবশেষ গতকাল লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে রোহিত শর্মার দল। এ নিয়ে গত ১০ বছরে চারবার বৈশ্বিক আসরে রানার্সআপ হয়েছে ভারতীয়রা। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর দলটি হেরেছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এই চার ফাইনালের একটিতেও তারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি।শ্রেষ্ঠত্বের মঞ্চে ভারতের বারবার ব্যর্থ হওয়ার কারণ অনেক হতে পারে। তবে অস্ট্রেলিয়ার কাছে কাল হারের কারণ হিসেবে বেশির ভাগ সাবেক ক্রিকেটার আইপিএলকেই দুষছেন। ফাইনাল চলার সময়ই ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে জাতীয় দল ও আইপিএলের মধ্যে অগ্রাধিকার ঠিক করতে বলেছিলেন রবি শাস্ত্রী। রিকি পন্টিংও দাবি করেন, ভারতের খেলোয়াড়রা আইপিএলে নিয়ে ব্যস্ততার কারণেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি।তবে সুনীল গাভাস্কারের মতে, ব্যাটসম্যানদের শট নির্বাচনে ভুল ও সিনিয়রদের দায়িত্বহীনতার কারণে ব্যর্থ হয়েছে ভারত। বারবার একই ভুলের কারণে রোহিত–কোহলিদের শাস্তিও দাবি করেছেন গাভাস্কার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct