আপনজন ডেস্ক: কারগারে ফিলিস্তিনিদের গুপ্ত হত্যা করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলের কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনি যুব্ক ইয়াসরি আতিয়া মিসরি।তিনি বলেন, যখন কোনো বন্দী অসুস্থ হয়, তখন তার নাম ব্লাকলিস্টে যুক্ত করা হয়। এরপর তাকে গোপনে হত্যা করা হয়। আমি অনেক বন্দীকে এভাবে হত্যা করতে দেখেছি।রোববার (১১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মুবাশ্বিরকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এমন তথ্য জানিয়েছেন।ইয়াসরি আতিয়া বলেন, বন্দী থাকাকালে আমি একবার ক্যান্সারে আক্রান্ত হই। কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। তবুও তারা আমাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে রাজি হয়নি। বরং আমাকে এমন এক নিভৃত স্থানে রেখেছে, সেখান থেকে আমি সূর্যের আলো পর্যন্ত দেখতে পেতাম না। এ সময় তারা আমাকে একদম নিম্নমানের খাবার দিত। পানি চাইলে এমন পানি দিত, যা থেকে খুব দুর্গন্ধ ছড়াত।ইয়াসরি ২০০৩ সালে বন্দী হন। এরপর থেকে তিনি দীর্ঘ ২০ বছর ইসরাইলের কারাগারে বন্দী ছিলেন। সদ্য মুক্তি পান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct