আপনজন ডেস্ক: নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গত বাজেটে সংখ্যালঘুদের বরাদ্দ কমিয়ে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি কেন্দ্রীয় সংখ্যালঘু প্রকল্প বাদ দিতে হয়েছে। তবে, বাজেটে সংখ্যালঘু খাতে বরাদ্দ কমালেও বরাদ্দ টাকা রাজ্যগুলি যাতে যথাযথবাবে ব্যয় করে সেদিকে বিশেষ নজর দিচ্ছে। তার ফলে এবার সংখ্যালঘু খাতে রাজ্যগুলিকে দেওয়া বরাদ্দ কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক বন্ধ করে দিতে পারে। ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হযে গিয়েছে। রাজ্যগুলিকে দেওয়া বাজেটের ব্যয় না হওয়ায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক অসন্তুষ্ট বলে সূত্রের খবর। তাই কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য সরকারগুলি সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় বাজেট বরাদ্দ টাকা ব্যয় না করা পর্যন্ত এবং তাদের নথিপত্র না দেওয়া পর্যন্ত তাদের আর কোনও বরাদ্দ দেওয়া হবে না। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, দেশের সমস্ত রাজ্যকে ৪,৫০০ কোটি টাকা দিয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, যাদের খরচের বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তা স্পষ্ট যে এই ৪,৫০০ কোটি টাকা খরচ হয়নি। এই সমস্ত অর্থ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সমস্ত রাজ্যকে প্রধানমন্ত্রী জন বিকাশ কর্মসূচীর আওতায় ব্যয় করার জন্য দিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে ২৬,৪৮০ লক্ষ টাকার বাজেট ব্যয় হয়নি, বিহার সরকার ৪৩,৭৯০ লক্ষ টাকার বাজেট ব্যয় করেনি, ঝাড়খণ্ড সরকারের ১৩,৬৯৩ লক্ষ টাকার বাজেট বকেয়া রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার ৩৪,৭০৩ লক্ষ টাকার বাজেট অব্যয়িত রেখেছে। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে ৫৮,৪৬৫ টি প্রকল্প রয়েছে যা হয় শুরু হয়নি বা বাতিল করা হয়নি, অথচ অর্থ অনুমোদিত হয়েছে। জানা গেছে, ইউপিএ সরকারের আমলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক পরিকাঠামো খাতে খরচের জন্য ৪,৪৩০ টাকা দিয়েছিল। এনডিএ সরকারের সময় ব্যয় হয়েছিল ৯,৬০৫ কোটি টাকা। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সমস্ত তথ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct