রঙ্গিলা খাতুন, খড়গ্রাম, আপনজন: মুর্শিদাবাদের খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের পরিবরের সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখনও নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর দাবি বহরমপুরের কংগ্রেস সাংসদের। প্রসঙ্গত শুক্রবার মনোনয়ন পর্বের প্রথম দিনেই খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখ। ঘটনার পর ২ দিন কেটে গিয়েছে। এখনও থমথমে গোটা গ্রাম। চলছে পুলিশি টহল। নিহতের পরিবার দাবি করে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসায় আক্রোশবশত হামলা চালানো হয়।শাসকদলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে পাল্টা দাবি করে তৃণমূল। রবিবার নিহত কর্মীর বাড়িতে গেলেন অধীর চৌধুরী । কান্নায় ভাঙল গোটা পরিবার। পাশে থাকা ও ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস বহরমপুরের কংগ্রেস সাংসদের। পরিযায়ী শ্রমিককে এমন নৃশংসভাবে খুন, বাংলার ঘটনা গোটা দেশ দেখছে। বিরোধী দলে আছি, তাই যেকোনও মূল্যে ন্যায় পাইয়ে দিতে লড়াই করব, নিহত কংগ্রেস কর্মীর পরিবারকে আশ্বাস দেন অধীর। এরপর দোষীদের শাস্তির দাবিতে বিরাট মিছিল করেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভোট আসবে যাবে। কিন্তু এই ভোটকে কেন্দ্র করে এই নৃশংস খুন সারা বাংলার মানুষকে হতচকিত করে দিয়েছে। শুধু খুনই নয়, ঘরের বাসনপত্র পর্যন্ত লুঠ করে নিয়েছে। বি বয়স্ক মহিলার হাতের অর্ধেক কেটে দিয়েছে। যদিও এই খুনের ঘটনায় মোট তিনজন গ্রেপ্তার করেছে খড়গ্রাম থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct