অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রেয়ী খাড়ির ওপর নির্মিত লোহার ফুট ব্রিজ সংস্কারের কাজ প্রায় শেষ লগ্নে পৌঁছেছে। এই মুহূর্তে ফুট ব্রিজের দুপাশের অ্যাপ্রচরোড তৈরীর কাছে চলছে। খুব শীঘ্রই এই ফুট ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে সাধারণ মানুষ। রবিবার ফুট ব্রিজ পরিদর্শনে গিয়ে এমনটাই জানান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।উল্লেখ্য, একসময় বালুরঘাট শহরের বড় বাজার সংলগ্ন গীতাঞ্জলী পাড়ার সাথে ডাক বাংলা পাড়ার সংযোগ রক্ষার জন্য সরকারি উদ্যোগে বিকল্প পথ হিসাবে নির্মিত হয় এই লোহার সেতু। দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ক্রমেই বালুরঘাটবাসীর কাছে পছন্দের স্থান পায় এই বিকল্প লোহার ব্রিজ টি। জানা যায়, ঘাটকালী বরাবর আত্রেয়ী খাঁড়ির উপর এই ফুট ব্রিজ নির্মাণ করা হয় প্রায় দু’দশকেরও কিছু বেশি সময় আগে। লম্বায় ১০০ মিটার ও চওড়ায় ৬ ফুটের ব্রিজটি করা হয় সম্পূর্ণ লোহার ফ্রেমের। তবে নীচের মূল পিলার ও পাটতনগুলি কংক্রিটের। বছর কয়েক আগে এই ফুট ব্রিজের একটি অংশ ভেঙ্গে যায়। যার জেরে শহরের এই ফুট ব্রিজ দিয়ে যাতায়াত একদম বন্ধ হয়ে যায়। এরপরই শহরবাসীদের দাবি মত এই ফুট ব্রিজ সংস্কারের উদ্যোগী হয় বালুরঘাট পুরসভা। রবিবার সেই ফুট ব্রিজের কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখতেই পরিদর্শনে যান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান।এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ফুট ব্রিজের কাজ সম্পন্নরূপে শেষ হয়ে গেছে। ব্রিজের দু’দিকের এপ্রোচ রোডের কিছুটা কাজ বাকি রয়েছে। সেই কাজের বর্তমান অবস্থান জানবার জন্য পরিদর্শনে গিয়েছিলাম। অ্যাপ্রচরোড নির্মাণের কাজও প্রায় শেষ হবার পথে। খুব শীঘ্রই আমরা ফুট ব্রিজটি নতুন রূপে যাতায়াতের জন্য খুলে দেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct