আপনজন ডেস্ক: সম্প্রতি আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সঙ্গে ইন্ডিয়া ডায়াবিটিসের যৌথ উদ্যোগে ভারত জুড়ে চালানো হয়েছে এই সমীক্ষা। এই রিপোর্ট ছাপা হয়েছে ল্যানসেট জার্নালে। রিপোর্ট, ভারতের প্রায় ১১.৪ শতাংশ মানুষই ডায়াবিটিসে আক্রান্ত। সংখ্যার নিরিখে সেটি প্রায় ১০.১ কোটি। কিন্তু তাতেও শেষ নয়। এই সংখ্যাটি হল তাঁদের, যাঁরা ইতিমধ্যেই চিকিৎসাশাস্ত্রের বিচারে ডায়াবিটিয়সে আক্রান্ত হয়ে গিয়েছেন। এর বাইরে আছেন তাঁরা, যাঁদের ডায়াবিটিস হওয়ার পথে। দেশের জনসংখ্যার প্রায় ১৫.৩ শতাংশ অর্থাৎ ১৩.৬ কোটি মানুষ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার পথে। এমনই বলছে পরিসংখ্যান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct