মুঠো ভাত
সাইদুল মোল্লা
পথের ধারে বাঁধা শিশু .....
খিদের যন্ত্রণায় মোচড় দিয়ে কাঁদে
তাদের দরকার এক মুঠো ভাত ।
উনুনে বসানো হাঁড়ি ফুঁটছে জল
নেই অন্ন দানা তবুও দরকার
এক মুঠো ভাত !
বিবেক ,বুদ্ধি ,জ্ঞান এখন
ওজোন দরে পাওয়া যায়
পাওয়া যায় না এক মুঠো ভাত ।
দয়া মায়া উঠে গেছে সভ্যতার সাথে সাথে
এখন হাঁড়িতে অন্ন পড়ে না ।
এক মুঠো ভাত ,এক মুঠো ভাত
বলে কাতরায় বিধাতার দরবারে
তবু হাঁড়িতে জল ফোঁটে না ।
সদ্য শিশু ভাতের গন্ধে ভিমরি খায়
তবুও কপালে ভাত জুটলো না ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct