রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ছাত্র সংগঠন এসআইও উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পরিচালনায় রবিবার আয়োজিত হল মডেল ট্যালেন্ট সার্চ এক্সাম। সুন্দর ভবিষ্যত গঠনে, চলো যায় কিশোর অঙ্গনে থিমকে সামনে রেখে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে এই পরীক্ষাটি নেওয়া হয়। ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদীঘি, খড়গ্রাম সহ জেলার বিভিন্ন প্রান্তে একাধিক পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা ছিল। দুটি স্তরে (তৃতীয় থেকে পঞ্চম ও ষষ্ঠ থেকে অষ্টম ) শিক্ষার্থীরা মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই মেধা অন্বেষণ পরীক্ষাটি ছিল সম্পুর্ণ ব্যতিক্রমধর্মী। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ কিশোর-কিশোরীরা অবসর সময়ে মোবাইল ও টেলিভিশনের মতো যন্ত্র নিয়েই ব্যস্ত। এর ফলে বই পড়াটা যেন অভ্যাসের পরিবর্তে প্রযুক্তির উন্নতিতে অনেকটা প্রয়োজনে পরিণত হচ্ছে। পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বই অধ্যয়নের প্রতি প্রবণতাও কম। এ কারনে ছাত্র-ছাত্রীদের পাঠের অভ্যাস গঠন, মেধা ও সৃজনশীলতার উম্মেষ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বই পড়াটা তাদের অভ্যাসে পরিণত করার প্রয়োজন রয়েছে।
পরীক্ষাটির জন্য কিশোর- কিশোরীদের বই পড়ার চাহিদা এবং ইসলামিক জ্ঞান বৃদ্ধির জন্য আগেই একটি নির্দিষ্ট পুস্তক দিয়ে দেওয়া হয়। সেই পুস্তকের আলোকে এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে পুরো পরীক্ষাটি নেওয়া হয়। প্রায় ১,৭০০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগীতায় অংশ নেই। আগামী ৩রা জুলাই এই পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে। এসআইও উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে উভয় বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধীকারি ছাড়াও শ্রেষ্ঠ ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। মেধা অন্বেষন পরীক্ষাটি নিয়ে এসআইও উত্তর মুর্শিদাবাদ জেলার কিশোর অঙ্গন সম্পাদক মদুদ আহমেদ বলেন, বিগত তিন বছর থেকে ছাত্র-ছাত্রীদের বই অধ্যয়নের প্রতি আগ্রহ, মেধা ও সৃজনশীলতার উম্মেষের লক্ষ্যে এসআইও ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করে চলেছে। আশা করি, পরীক্ষাটি ছাত্র-ছাত্রীদের পরবর্তী যেকোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহনের মনোবল সৃষ্টি এবং জ্ঞান বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct