সুরজীৎ আদক, বাগনান, আপনজন: ২৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান বাগনানে। রবিবার তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা গ্রামীণ জেলার সভাপতি তথা বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেনের হাত থেকে তৃণমূল কংগ্রেসে আড়াইশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল।সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনান কেন্দ্রের বিধায়ক অরূণাভ সেন।রবিবার বাগনান ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত শরৎ, ওড়ফুলি ও হাল্লান গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এইসব মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পঞ্চায়েত নির্বাচনের আগেই এতগুলি পরিবারের দলবল প্রসঙ্গে বিধায়ক অরুনাভ সেন জানান, “তৃণমূলে কোনও ধান্দাবাজের জায়গা নেই। তাই বিরোধী দলগুলির নেতারা তৃণমূল কংগ্রেসে আসতে চাইলেও তাদের নেওয়া হয়নি”।উক্ত অনুষ্ঠানে বিধায়ক অরূণাভ সেন ছাড়াও উপস্থিত ছিলেন, বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস বসু, সহ-সভাপতি নয়ন হালদার ও রবিন ভৌমিক, সাধারণ সম্পাদক সমীর সামন্ত এবং বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল সহ তৃণমূল কংগ্রেসের অনান্য নেতৃবৃন্দ।পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর গতকাল অর্থাৎ শনিবার বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপি ও সিপিএমের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও মনোনয়ন জমা দেওয়া হয়নি। সে প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা গ্রামীন জেলার সভাপতি তথা বিধায়ক অরুনাভ সেন জানান, বিরোধীদের প্রার্থী খুঁজে আনতে হয়। তারা ধরে বেঁধে কোনও কোনও আসনে প্রার্থী খাড়া করছে, অর্ধেক আসনে প্রার্থী দিতে পারবে, অর্ধেক আসনে পারবে না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য মানুষের মনে উৎসাহ রয়েছে। এক একটি আসনে দশ-বারো জন করে প্রার্থী হওয়ার উপযুক্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হবে। অরুনাভ বাবু বলেন নমিনেশন জমা করার এখনো সময় আছে তার মধ্যে আমরা নমিনেশন করে দেবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct