আপনজন ডেস্ক: তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন হাফিজে গায়ে এরকান। তিনিই দেশটির প্রথম নারী গভর্নর। দেশটির চলমান সংকটময় পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে যুক্তরাষ্ট্রের সাবেক এ ব্যাংকারকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। মাত্র ৪১ বছর বয়সে করপোরেট বিশ্বে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন এই নারী।বাণিজ্যিক সেবা, ব্যাংকিং, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রযুক্তিক্ষেত্রে পেশাগত দক্ষতা রয়েছে হাফিজের। হাফিজের জন্ম ১৯৮২ সালে ইস্তাম্বুলে। তাঁর বাবা প্রকৌশলী এবং মা গণিত ও পদার্থবিদ্যার শিক্ষক। শৈশব থেকেই তুখোড় শিক্ষার্থী ছিলেন হাফিজে।তুরস্কের শীর্ষস্থানীয় ইস্তানবুল হাই স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরে দেশটির বোগাজিসি বিশ্ববিদ্যালয়ে শিল্প প্রকৌশল নিয়ে পড়াশোনা করেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ফিন্যানশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন তিনি। ২০১৫ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এবং ২০১৬ সালে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস থেকে বিজনেস প্রগ্রাম সম্পন্ন করেন এরকান।তুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এরকান কাজ করেছেন নামিদামি সব প্রতিষ্ঠানে। ২০০৫ সালে তিনি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসে একজন অ্যাসোসিয়েট হিসেবে যোগ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct