তাবাস্সুমা খাতুন, বসিরহাট, আপনজন: রাস্তা সারাইয়ের দাবিতে এলাকার মহিলাদের ভোট বয়কটের ডাক। দীর্ঘ দিন ধরে এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। এই এলাকায় প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। তাদের ভরসা এই বেহাল রাস্তা। তাই রাস্তার হাল ফেরাতে এদিন এলাকার মহিলারা ভোট বয়কটের ডাক দেয়। হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তারা দীর্ঘক্ষণ ধরে। এমনি ঘটনা ঘটল হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের ধরমবেড়িয়া ৮১ ও ৮২ নং বুথে। এই এলাকায় প্রায় তিন হাজার লোকের বসবাস। তাদের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘ সাত আট বছর ধরে বেহাল হয়ে পড়ে আছে। এলাকার বিক্ষোভকারীদের দাবি, এই রাস্তা দিয়ে কোনো রোগীর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। কয়েক বছর কেটে গেলেও এই বেহাল রাস্তাটি সারাইয়ের ব্যবস্থা করে না এলাকার পঞ্চায়েত প্রধান। এমনকি বর্ষার সময় বিপজ্জনক ভাবে চলাফেরা করতে হয় এই রাস্তা দিয়ে। যে কোন সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। তাই তারা ভোট বয়কটের ডাক দেন। এদিন এলাকার লোকজন রাস্তা সংস্কার এর দাবিতে সরব হন। গায়ে কেরেসিন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা হয় । রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ভোট বয়কট এর দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এলাকার পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা না গেলেও। এলাকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শহিদুল গাজী বলেন, ওই রাস্তার টেন্ডারের প্রসেসিং চলছে, হঠাৎ ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ায় প্রসেসিং বন্ধ রয়েছে। আমরা ভোট শেষ হবার পরেই ওই কয়েকশো ফুট রাস্তা করে দেবো। হিঙ্গলগঞ্জের বিষ পুরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বেশ কয়েকটি রাস্তা স্যাংশন হয়ে গেলেও ভোটের কারণে সেটি হয়ে ওঠেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct