সুরাইয়া সুলতানা, সন্দেশখালি, আপনজন: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক ব্যানার্জি বসিরহাটে আসার ২৪ ঘন্টা আগেই সন্দেশখালিতে পুড়ল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। পঞ্চায়েত ভোটের ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। বিরোধী থেকে শুরু করে শাসক দল সবাই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মনোনয়ন জমা দিতে ব্যস্ত। একাধিক জায়গায় চলছে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বচসা ও গন্ডগোল। ২৪ ঘন্টার মধ্যেই বসিরহাটে আসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই সন্দেশখালিতে শাসক দলের দলীয় কার্যালয় আগুন ধরার ঘটনায় কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছাড়িয়েছে। এবার তারই আঁচ পড়লো সন্দেশখালিতে, পুড়লো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। বসিরহাটের ন্যাজাট থানার সন্দেশখালি ১ নম্বর ব্লকের কালিনগর গ্রাম পঞ্চায়েতের কালিনগর দলীয় কার্যালয়ের ঘটনা। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, রবিবার ভোররাতে বিরোধী সিপিএম ও বিজেপির একদল দুষ্কৃতি এসে এই দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে পার্টি অফিস। স্থানীয় তৃণমূল কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। যার জেরে পুড়ে যায় একাধিক দলীয় নথিপত্র সহ কালিনগর গ্রাম পঞ্চায়েত ও সন্দেশখালি-১ পঞ্চায়েত সমিতির প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্রের নথি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের সন্দেশখালি ১ নম্বর ব্লক সভাপতি শেখ শাহাজান। তিনি সরাসরি অভিযোগ করেন বিরোধীদের দিকে। তিনি দাবি করেন, ভোররাতে সিপিআইএম ও বিজেপি আমাদের দলীয় কার্যালয় আগুন ধরিয়ে দিয়েছে এর ফলে দলীয় কার্যালয় পুরোপুরি ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যারা মনোনয়ন জমা করেছিলেন, তাদের সরকারি সমস্ত নথি পুড়ে ছাই হয়ে যায়। এর ফলে সমস্যায় পড়েছেন পঞ্চায়েত প্রার্থীরাও। এই ঘটনায় ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct