আপনজন ডেস্ক: রাজ্যের মনোনয়নপত্র গ্রহণ কেন্দ্রগুলিকে নিরাপত্তার করা বলয় মুড়ে ফেলতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন প্রার্থীরা। আর এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গোলমালের খবর মিলেছে। এবার সেই অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।সূত্রের খবর, সোমবার থেকেই নির্বাচন কমিশন নতুন নিয়ম বলবৎ করতে চলেছে। এই মর্মে রবিবার রাতেই রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হবে বলে জানা গিয়েছে। এদিকে, নির্বাচন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনার খবর আসছে। মুর্শিদাবাদ, কোচবিহার, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। এমনকী মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনাও সামনে এসেছে।কখনও শাসকদল ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ, আবার টিকিট না পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জায়গা। এবার অশান্তি রুখতেই কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। মনোনয়নপত্র গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পুলিশি প্রহরার পাশাপাশি সব ধরনের অশান্তি এড়াতে ১৪৪ ধারা বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে রাজারহাটে শুরু হয় পুলিশের রুট মার্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct