আপনজন ডেস্ক: দেশের মুসলিমদের সংরক্ষণ দেওযার বিরোধিতা করে ফের তৎপর হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি বিশ্বাস করে যে সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিধান নেই।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে মহারাষ্ট্রের নান্দেদে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি বিশ্বাস করে যে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা উচিত নয় কারণ এটি অসাংবিধানিক। আর(মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা ইউবিটি প্রধান) উদ্ধব ঠাকরের উচিত এই বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করা।২০১৯ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে মহা বিকাশ আগাদির (এমভিএ) অধীনে কংগ্রেস এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সাথে অবিভক্ত শিবসেনার জোটের জন্য উদ্ধবকে আক্রমণ করে অমিত শাহ বলেন, আমি তখন দলের সভাপতি ছিলাম। দেবেন্দ্র ফড়নবীশ এবং আমি মহারাষ্ট্রে ছিলাম আলোচনার সভাপতিত্ব করার জন্য (আমরা ক্ষমতায় এলে সরকার গঠনের বিষয়ে শিবসেনার সাথে)। উদ্ধব ঠাকরে স্বীকার করেছিলেন ২০১৯ সালের নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলে ফড়নবিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু যখন ফলাফল ঘোষণা করা হয় এবং এনডিএ জিতে যায়, তখন ঠাকরে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন এবং কংগ্রেস ও এনসিপির সাথে জোট গঠন করেন।এর আগে, কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারের সময় অমিত শাহ মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ প্রত্যাহারের তৎকালীন বিজেপি সরকারের পদক্ষেপকে সমর্থন করে কংগ্রেসের সমালোচনা করে বলেছিলেন, তার দল কেবল রাজ্যে মুসলমানদের জন্য সংরক্ষণ বাতিল করে প্রাচীনতম দলের ভুল সংশোধন করেছে। গত ২৯ এপ্রিল বাইন্দুরে এক জনসভায় তিনি বলেছিলেন, কর্নাটকে মুসলিম সংরক্ষণ বাতিল করে বিজেপি কংগ্রেসের ভুল সংশোধন করেছে। কংগ্রেস তা পুনরুদ্ধার করতে চায়। আমরা নিশ্চিত করব যে তারা এটি করতে সক্ষম হবে না। কারণ এটি অসাংবিধানিক এবং রাজ্যের ভোক্কালিগা, লিঙ্গায়েত, এসসি, এসটি এবং দলিতদের অধিকারের সাথেও আপস করে।অমিত শাহ বলেন, বিজেপি ৪ শতাংশ মুসলিম সংরক্ষণ বাতিল করেছে কারণ সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণের নিশ্চয়তা দেয় না। কংগ্রেস বলেছে, তাদের বিপরীতে গিয়ে তারা মুসলিম সংরক্ষণ পুনরুদ্ধার করবে। সমাবেশে এমনটাই বলেন অমিত শাহ।
কর্নাটক নির্বাচনের প্রচারের সময় বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছিলেন, কংগ্রেস সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করতে ও জনসংখ্যার ভিত্তিতে সমস্ত জাতের জন্য সংরক্ষণ প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।কংগ্রেস নেতা ও রাজ্যসভার প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান কে রহমান খান সাংবাদিকদের বলেছিলেন, কর্নাটকে বিজেপি ক্ষমতায় এলে মুসলিম সংরক্ষণ ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করা হবে। গত ৮ মে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অমিত শাহ কর্নাটকে মুসলিমদের জন্য কোটা পুনরুদ্ধার এবং সংরক্ষণ ৬ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতির জন্য কংগ্রেসের সমালোচনা করে বলেছিলেন, মুসলিমদের জন্য কোটা নিশ্চিত করার জন্য এসসি, এসটি, লিঙ্গায়েত এবং ভোক্কালিগাদের সংরক্ষণ সুবিধা প্রত্যাহার করা হবে কিনা তা দলের পরিষ্কার করা উচিত।শনিবার মহারাষ্ট্রের জনসভায় এ নিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেস শাসনের অবসান এবং বিজেপি ক্ষমতায় আসার পরেই ভারত সত্যিকারের অগ্রগতি শুরু করে।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকারের গত ৯ বছর ভারতের গৌরব পুনরুদ্ধার, উন্নয়ন এবং দরিদ্রদের কল্যাণ নিশ্চিত করার জন্য ছিল। সোনিয়া-মনমোহন শাসনের অবসান এবং মোদীজি ক্ষমতায় আসার পরেই ভারত সত্যিকারের অগ্রগতি অর্জন করেছে এবং উন্নয়ন নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য সর্বোত্তমভাবে সংরক্ষণ করা হচ্ছে।মোদীজির বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য সর্বোত্তমভাবে সংরক্ষণ করা হচ্ছে। বিজেপি সরকারের গত ৯ বছরে প্রকৃত অর্থে দরিদ্র কল্যাণ ও সুশাসন নিশ্চিত হয়েছে।মোদীজি দেশের সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য কাজ করেছেন। দেশকে গর্বিত করার জন্যও কাজ করেছেন তিনি। আজ তিনি যেখানেই যান না কেন, ‘মোদী-মোদী’ স্লোগান শোনা যায়। এটা শুধু তাঁকে নয়, জনগণকেও সম্মান দেওয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct