আপনজন ডেস্ক: রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের বিশেষ সচিব শাকিল আহমেদ আইএএস পদে উন্নীত হলেন। ৯ জুন রাজ্যের অতিরিক্তি মুখ্য সচিব বি পি গোপালিকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০২১ সালের তালিকা থেকে রাজ্য সরকারের দশ জন ডব্লুবিসিএস (এক্সি)-কে আইএএস অফিসার পদে উন্নীত করা হয়েছে। তাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শাকিল আহমেদ। আইএএস হয়ে যাওয়ার পর শাকিল আহমেদ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের স্পেশাল কমিশনার পদে অধিষ্ঠিত হয়েছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শাকিল আহমেদ রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে িবশেষ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ে সমস্যা নিরসনে ও রাজ্যের সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে চলেছেন। গত বছর, প্রশাসনিক কাজে দক্ষ হিসেবে পরিচিত শাকিল আহমেদ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাকিল আহমেদ। তিনি ১৯৯২ ব্যাচের ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ)। তিনিই প্রথম মুসলিম অফিসার যিনি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে অধিষ্ঠিত হন।
শুরু থেকেই শাকিল আহমেদ কাজের মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করেন শাকিল আহমেদ। উত্তর দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি ডিস্টিক্ট প্ল্যানিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি প্রজেক্ট অফিসার, রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, জেলা পরিষদের সচিব সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে তিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের জেনারেল ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। এই স্বাভাবিক দায়িত্ব ছাড়াও, তিনি বিত্ত নিগমের সার্বিক উন্নয়নের রূপরেখার নানা পরিকল্পনা গ্রহণ করেন। স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং তারই অংশ বিশেষ। ২০০৬ সালে শাকিল আহমেদ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মহকুমা শাসকের দায়িত্ব পালন করেছিন। তার সময়ে এলাকায় বার্ড ফ্লু মহামারী ছড়িয়ে পড়লেও তিনি তা খুব দক্ষতার সঙ্গে মোকাবিলা করায় সে সময় ব্যাপক প্রশংসা অর্জন করেন।
এরপর শাকিল আহমেদ কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্ত কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে নিযুক্ত হন। তিনি স্বল্প সময়ের জন্য সচিব এবং কিউরেটর হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজনেও তাঁর বিশেষ ভূমিকা ছিল। এর মধ্যে রয়েছে কলকাতা সাহিত্য সভা, অক্সফোর্ড সাহিত্য উৎসব ইত্যাদি। তিনি মিসেস হিলারি ক্লিনটন, ম্যাসেডোনিয়ার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকেও অংশ নেন। শাকিল আহমেদকে সংক্ষিপ্ত সময়ের জন্য পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিসাবে নিযুক্ত করা হয়েছিলেন। ২০১৫ সালের মে মাসে তাকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়। তারপর তিনি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিশেষ সচিব পদে আসীন হন। প্রশাসনিক দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অবশেষে শাকিল আহমেদকে আইএএস পদে উন্নীত করল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct