আপনজন ডেস্ক: আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ভোট পর্ব পরিচালন করার জন্য রাজ্য সরকারের কর্মীদের নিয়োজিত করার প্রক্রিয়া চলছে। তারই মধ্যে রাজ্য নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়ার জন্য যে ‘অ্যাক্টিভিটি ক্যালেন্ডার’ প্রকাশ করে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। প্রথমে যে ‘অ্যাক্টিভিটি ক্যালেন্ডার’ প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন তাতে ভোট কর্মীদের প্রশিক্ষণের তারিখের মধ্যে ছিল ঈদুল আজহার দিন ২৯ জুন। তা নিয়ে মুসলিম ভোট কর্মীদের মধ্য থেকে প্রতিবাদের ঢেউ ওঠে। প্রশ্ন তোলা হয়, মুসলিমদের প্রধান উৎসব ঈদের দিন কী করে প্রশিক্ষণ নির্ধারিত করা হল। সেই প্রতিবাদের জেরে অবশেষে রাজ্য নির্বাচন কমিশন পরিবর্তিত ‘অ্যাক্টিভিটি ক্যালেন্ডার’ প্রকাশ করে জানিয়ে দিয়েছে ২৯ জুন কোনও প্রশিক্ষণ হবে হবে না।
রাজ্য নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভোট কর্মীদের ভোট প্রক্রিয়া অংশ নেওয়ার জন্য তালিকাভুক্তির কাজ শুরু হবে ১২ জুন থেকে। ব্লক স্তরে প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ১৮ জুন। তবে, সংখ্যালঘুদের থেকে আপত্তি ওঠায় ঈদুল আজহার দিন অর্থাৎ ২৯জুন এবং তার পরদিন কোনও প্রশিক্ষণ রাখা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct