আপনজন ডেস্ক: সোমালিয়ার লোয়ার শাবেলে অঞ্চলে একটি মর্টার শেল বিস্ফোরণে ২০ জনের বেশি নিহত হয়েছে। নিহতের মধ্যে বেশির ভাগই শিশু ও কিশোর। এ ছাড়া ৫০ জনেরও বেশি আহত হয়েছ বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগেরই বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। অবিস্ফোরিত মর্টার শেলটি শিশু-কিশোরদের খেলার জায়গার কাছেই বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।কোরিওলির ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার আবদি আহমেদ আলী বলেছেন, ‘রাজধানী মোগাদিসু থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণে কোরিওলি শহরের কাছে অবিস্ফোরিত মর্টার শেলটি বিস্ফোরিত হয়। শিশুরা একটি মর্টার শেল নিয়ে খেলছিল...সেখানেই এটি বিস্ফোরিত হয়েছিল। তাদের মধ্যে ২০ জন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সরকার ও সাহায্যকারী সংস্থাগুলোকে এলাকা থেকে মাইন ও গোলাগুলো খুঁজে বের করার অনুরোধ করছি।’ স্থানীয় বাসিন্দারা বলেছেন, সোমালিয়ার যুদ্ধরত দলগুলো কোনো একসময় মর্টার শেলটি ফেলে রেখে গিয়েছিল।আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, শিশুরা একটি ফুটবল মাঠে অবিস্ফোরিত মর্টার শেলটি খুঁজে পেয়েছিল এবং বিস্ফোরিত হওয়ার সময় তারা এটি নিয়ে খেলছিল।সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে মাটির নিচে লুকানো বিস্ফোরকগুলো বেরিয়ে এসেছে বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct