সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: পঞ্চায়েত নির্বাচনের আগে বাম কংগ্রেস জোটের মধ্যে বিশাল ফাটল। কংগ্রেসকে বাদ দিয়েই নিজেদের পঞ্চায়েতের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামেরা। অন্যদিকে কংগ্রেস জেলা সভাপতির দাবী-”আঞ্চলিক দলগুলোই দেশের বিপদ, এরা জাতীয় ইসু গুলিয়ে ফেলে, ত্রিপুরাতে জোট করেছিলাম হেরেছি, জোট ছেড়েছিলাম বলে কর্নাটক হিমাচলে জিতেছি। ফলে সময় এসেছে জোট ছেড়ে বেরিয়ে আসার।”বিধানসভা পর্যন্ত কংগ্রেস ও বামেদের জোট থাকলেও পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরে বাম ও কংগ্রেসের জোটে বিশাল ফাটল প্রকাশ্যে। মুর্শিদাবাদের পর পশ্চিম মেদিনীপুরে বামেরা কংগ্রেসকে বাদ দিয়েই নিজেদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শুক্রবার। সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, আপাতত আমাদের যেখানে মনে হয়েছে সেখানে আমরা সব জায়গাতে প্রার্থী তালিকা দিয়ে দিয়েছি। তবে কেউ যদি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়তে চায় আমাদের পাশে দাঁড়িয়ে, তাদের শুভেচ্ছা জানাবো।” এই ঘটনার পরে রাজনৈতিক জল্পনা জেলা জুড়ে। কংগ্রেসকে ছাড়াই এই প্রথম সমস্ত বাম শরিকরা একত্রিত হয়ে সাংবাদিক সম্মেলন করে নিজেদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর কংগ্রেসও নিজেদের মন্তব্য প্রকাশ করে। কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমীর রায় বলেন- “আঞ্চলিক দলগুলোই হচ্ছে দেশের বিপদ। ওরা আঞ্চলিক সমস্যার সঙ্গে জাতীয় স্তরের সমস্যা গুলিয়ে ফেলে। ওরা সিপিএমে বললেও কোথাও অস্তিত্ব নেই। এখানে দুটো, পিংলায় দুটো লোক মিলে জাতীয় স্তরের দল বলা যায় না। তাছাড়া বামেদের সঙ্গে ত্রিপুরায় জোট করেছিলাম বলে আমরা হেরেছি, কর্ণাটক ও হিমাচল প্রদেশে জোট করিনি বলে সেখানে জয়লাভ করেছি। তাই বিষয়টা পরিষ্কার, সময় হয়েছে জোট ছেড়ে বেরিয়ে আসার।”তবে বামেদের সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত নির্বাচনী পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তাপস সিনহা ৷ তিনি বলেন-“ তেমন পরিকাঠামোই নেই জেলাতে ভোট করানোর মতো ৷ প্রার্থীদের মনোনয়ন নেওয়ার মতো পরিকাঠামো তৈরী নেই জেলাতে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct