ওবাইদুল্লা লস্কর, কুলপি, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর পাওয়ার হাউসের মাধ্যমে আশপাশের এলাকার গ্রামগুলিতে বিদ্যুৎ সাপ্লাই চলছে। কিন্তু বেশ কিছুদিন ধরে সন্ধ্যায় এবং রাত্রিবেলায় বেশ কিছু এলাকায় যেমন তেঁতুল তোলা, চাকন্দ বেড়িয়া, কাশিপুর জামতলা, গাজির মহল , মাইতির হাট, অশ্বত্থ তলা, খাস মহল, নিশ্চিন্তপুর, সহ আরো বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সাপ্লাই ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না এমনটি অভিযোগ করছে এই সমস্ত এলাকার স্থানীয় মানুষজন। তাই বেশ কিছু গ্রামের মানুষজন পাওয়ার হাউসে এসে বিক্ষোভ দেখায় । এমনকি গত রাতে চাকুন্দ বেরিয়া গ্রামে একজন ৬০ বছর বয়সে বৃদ্ধ মানুষ বিদ্যুৎ না থাকার কারণে গরমের প্রভাবে অধীর সর্দার হাড রোদে মারা যায়। এর ফলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিগত দিনগুলিতে কুলপি পাওয়ার হাউসের মাধ্যমে এই সকল এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া চলছিল। বর্তমানে নিশ্চিন্তপুর পাওয়ার হাউস সাত মাস আগে নতুন পাওয়ার স্টেশন চালু হয় তারপর থেকে এই সমস্ত এলাকার মানুষজন বিদ্যুৎ পরিষেবা ঠিকমতো না পাওয়ার কারণে গরমের দুর্ভোগে ভুগতে থাকে। এলাকার মানুষের অভিযোগ সন্ধ্যা এবং রাত্রিতে ঠিকমতো যাতে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায় তারই উদ্দেশ্যে নিশ্চিন্তপুর পাওয়ার স্টেশনে বিক্ষোভ দেখায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct