সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরের দিন শুক্রবার থেকে মনোনয়ন পত্র জমাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার ইসলাম পুরে ও সালারে খণ্ডযুদ্ধ লক্ষ্য করা যায় এবং সন্ধ্যা রাত্রিতে খুনের ঘটনাও সামনে আসে কান্দি মহকুমার খড়গ্রামে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি করে খুন করার অভিযোগ উঠে তার রেশ কাটতে না কাটতে আবার দ্বিতীয় দিনের মনোনয়ন পত্র জমা দিতে বিরোধীদের বাধা দেওয়ায় অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সকালে তৃণমূল কর্মী সমর্থকেরা বিডিও অফিস চত্ত্বর ঘিরে রেখেছে বলে অভিযোগ বাম কংগ্রসের। ব্লক অফিসে ঢুকতে বাধা এবার সিপিআইএম কর্মীদের এমনকি ইট লাঠি দিয়ে আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়ায় ডোমকল বিডিও অফিস চত্বরে ।সকাল থেকেই প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকরা ডোমকল বিডিও অফিস চত্বর ঘিরে রেখেছিল বিরোধীরা নমিনেশন ফাইল করতে আসলেই মারধর করা হচ্ছিল। পাশাপাশি তাড়া দেওয়া হয় বিরোধীদের। তারপর বিরোধী বাম কং মিছিল করে নমিনেশন ফাইল করতে এসে তৃণমূলকে তাড়া করে পাশাপাশি তৃণমূল সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ শাসক দলের। দুই পক্ষের মধ্যে চলে ইট বৃষ্টি ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার, ডোমকল এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্তনে আনেন। ঘটনার পরে তৃণমূলের এক নেতাকে আগ্নেয়াস্ত্র সহ আটক করে পুলিশ ঘটনার পরে বাম কংগ্রেস সমর্থন কারীদের আটক করে ডোমকল থানার পুলিশ।এই ঘটনায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় বিরোধীরা। মনোনয়ন পত্র জমার সময় এমন করছে শাসক দল তাহলে বুথে কি হবে সেটায় দেখার বিষয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct