জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: সিপিএমের বাঘমুন্ডি এরিয়া সাংগঠনিক কমিটির উদ্যোগে শনিবার বাঘমুন্ডি থানায় চার দফা দাবী সমূহ নিয়ে প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হলো। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্র কুমার, সিপিএম এর পুরুলিয়া জেলা কমিটির সদস্য শশাঙ্ক মাঝি ও মালতি সিং বাবু প্রমুখও।দলের অভিযোগ এই থানা এলাকায় রাতের অন্ধকারে কিছু বেআইনি কাজ চলছে। তারা মনে করছেন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বড়ো ধরণের অশান্তির সৃষ্টি হতে পারে। এছাড়াও ঝাড়খণ্ড থেকে অবৈধ বালি পাচার বন্ধ করতে হবে। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। দ্বিসরকারি নিয়ম কানুন মেনে এলাকায় বালি সরবরাহ করতে হবে। রাস্তাঘাটে বাইক আটকে অযথা হায়রানি বন্ধ করতে হবে। চতুর্থত,পঞ্চায়েত নির্বাচন চলাকালীন অবর্ধিত সুষ্ঠ নির্বাচনের জন্য পুলিশ প্রশাসনকে সমস্ত বুথে বিশেষভাবে সজাগ থাকতে হবে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct