নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর: আপনজন: যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন আগামী দিন তাদের পতন অনিবার্য। তাদের পতন কেউ আটকাতে পারবে না। শান্তনু ঠাকুরদের কাপুরুষ বলে রাজনৈতিক নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নব জোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করে ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে এভাবেই বিজেপি তথা সেখানকার সংসদ শান্তনু ঠাকুরকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে আসার আগে ভোরবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার লাগানো হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে ঘিরে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর নাগাদ ঠাকুরনগর মন্দিরের মূল গেটের বাইরে দু পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্পষ্ট অভিযোগ শান্তনুঠাকুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এসে পরিকল্পিতভাবে তৃণমূলের নেতা কর্মীদের ওপর আক্রমণ করে ।বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন। ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন । অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে নব জোয়ার কর্মসূচিকে সামনে রেখে বক্তব্য রাখতে গিয়ে বলেন ,বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর যে বাড়িতে থাকেন সেই বাড়িতে বিদ্যুৎ এনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।যে রাস্তায় বিজেপি সাংসদ দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন সেই রাস্তা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের স্পষ্ট বক্তব্য ,যে রাস্তা দিয়ে হেঁটে তৃণমূলকে চমকাচ্ছেন সেই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। অভিষেকের স্পষ্ট চ্যালেঞ্জ যে কৃত্রিম ভিড় তৈরি করে তাকে মূল মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, তিনি চাইলে পাঁচ মিনিটে সেই ভিড় সরিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। তার স্পষ্ট বার্তা তিনি পুজো দিতে এসেছিলেন ।এখানে রাজনীতি করতে আসেন নি। মতুয়া মন্দির কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। অভিষেকের অভিযোগ, তিনি আসবেন বলে সকাল থেকে বিজেপি তাদের কর্মী ও লোক দিয়ে মন্দির ঘিরে রেখেছে। আগামী দিন মানুষ এর জবাব দেবে। ঠাকুরনগরের মাটি কালিমালিপ্ত যেভাবে করা হচ্ছে ,এর জবাব মানুষ আগামী দিন দেবে। তিনি জানান ,আগামী তিন মাস অন্তর তিনি এই মন্দিরে আসবেন। দম থাকলে তাকে যেন আটকায়। ধর্মের সঙ্গে লড়াই নয়, রাজনৈতিকভাবে লড়াই করার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মতুয়াদের মাটিতে দাঁড়িয়েই রাজনৈতিকভাবে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তনু ঠাকুরকে। জানা গিয়েছে, এদিন এই সংঘর্ষের দরুন মূল মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর দুপুরে পাশের মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পুজো দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct