রফিকুল হাসান, হাড়োয়া, আপনজন: শিশু অবস্থায় পড়ুয়াদের ভীত মজবুত হলে বড় হয়ে ওই শিক্ষার্থী উপকৃত হবে। বাচ্চাদের শুধু বই দেখে পড়াশুনা করালে হবে না পড়ানোর পাশাপাশি বোর্ডে লিখে তা দেখাতে হবে। তাহলে বাচ্চার মস্তিষ্কে সেই বিষয়ের জ্ঞান গেঁথে যাবে। শিক্ষক প্রশিক্ষণ শিবিরে এসে শিক্ষকদের উদ্দেশে এমনই বার্তা মনে করিয়ে দিলেন শিক্ষক ড: জাহিরউদ্দিন। তার কথায়, শিক্ষকদের কাছে এই সমাজ অনেক কিছু আশা রাখে। শনিবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকপুরে অবস্থিত হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অল বেঙ্গল প্রাইভেট স্কুল এসোসিয়েশন আয়োজিত এই শিক্ষক প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বেশ কয়েকটি জেলার কেজি, মন্তেসরি ও প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।মন্তেসরী টিচার্স ট্রেনিং স্কুলের প্রশিক্ষক স্বপ্না মুখার্জি বলেন ভালোবেসে বাচ্চাদেরকে শেখাতে হবে। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের ছবি দিয়ে একে বোঝালে বাচ্চাদের মনোযোগ সৃষ্টি হবে। হাশিমিয়ার নিট বিভাগের প্রিন্সিপাল তানভীর মুকবুল বলেন, একজন শিক্ষক শিক্ষিকাদের দেখে বাচ্চারাও শেখে। শিক্ষক শিক্ষিকাদের দেখে বাচ্চারা যেন ভয় না পায়। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে পড়ালে ভালো হয় বলে তিনি জানান। শালিপুর হাই স্কুলের টিআইসি ইমতিয়াজউদ্দিন আহমেদ শিশু মনস্তত্ত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন বাচ্চারা ছোট থেকেই বড়দের অনুকরন করে। গ্রুপ করে শেখার কথা বলেন কবি ও সাহিত্যিক সুবীর রাহা। হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির সুপারিনটেনডেন্ট মুফাসসির হোসেন বলেন, শুধু বাচ্চাদেরকে পড়াশুনা করালে হবে না। তার আগে যাঁরা পাঠদান করছেন, সেই সমস্ত শিক্ষকদের জন্য এই ধরনের প্রশিক্ষণ খুবই আশু দরকার। এর জন্য উদ্যোক্তাদেরকে ও আগত শিক্ষক শিক্ষিকাদের সাধুবাদ জানান তিনি। উপস্থিত ছিলেন অল বেঙ্গল প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি বাবর হোসেন, সম্পাদক সেলিম আহমেদ, সহ সম্পাদক সুকমল দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসিম আব্দুল হালিম মুকুল। উল্লেখ্য, হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আবাসিক মিশন হিসেবে পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি শাহীন গ্রুপের তত্ত্বাবধানে নিট কোচিং শুরু হয়েছে বলে জানান স্কুলের সম্পাদক আকবর আলি। দুস্থ ও মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপের ব্যাবস্থা আছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct