এম মেহেদী সানি, বারাসত, আপনজন: ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে জেলার ‘২০২২ টেট পাস ঐক্য মঞ্চে’র পক্ষ থেকে উত্তর ২৪ পরগণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে স্মারকলিপি প্রদান করলো চাকরি প্রার্থীরা ৷ ২০২২ সালের ১১ ই ডিসেম্বরে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রায় শতাধিক চাকরি প্রার্থীরা শুক্রবার বারাসত DPSC এর চেয়ারম্যান দেবব্রত সরকারের কাছে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেয় । ২০২২ টেট পাশ ঐক্যমঞ্চের সদস্য তৌসিফ ইসলাম সংবাদমাধ্যম কে জানান, “দীর্ঘদিন ধরে ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিক টেট পাশ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে , অথচ পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। অথচ চলতি নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘ হওয়ার দরুন, পর্ষদ সভাপতির সেই আশ্বাস বাণী এখন প্রায় বিশ বাও জলে।”এই বছর পুজোর আগে আপডেটেড শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি সহ দ্রুত এবং স্বচ্ছতার সহিত নিয়োগ প্রক্রিয়ার পাশপাশি প্রাথমিকে পঞ্চম শ্রেণী নিযুক্তিকরণ করে নতুন তৈরী শূন্যপদে নিয়োগের দাবী ও জানিয়েছে তারা। উত্তর ২৪ পরগণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ঐক্যমঞ্চের সমস্ত দাবি শুনে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ঐক্যমঞ্চের সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct