আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়ার বাদকুল্লায় অভিষেক বন্দ্যোপাধ্যাযের জনসভার শুরুতেই তুমুল ঝড় বৃষ্টি, ত্রিপলের শেড ভেঙে মাথায় পড়ে আহত একাধিক। মঞ্চ ছেড়ে পালালো তৃণমূল নেতারা। বন্ধ হয়ে গেল অভিষেকের সভা।এদিন নদীয়ার বাদকুল্লায় বেলা তিনটায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচি ছিল। বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে ত্রিপলের সেড করা হয়েছিল।কুড়ি মিনিট আগে প্রথমে কালো মেঘে ছেয়ে যায়। এরপরেই শুরু হয় প্রবল ঝড় আর বৃষ্টি। দমকা হাওয়ায় রীতিমতো দুল ছিল ত্রিপলের শেড। দমকা হাওয়ায় সেডের একাংশ গুড় মুড়িয়ে ভেঙে পড়ে। তখনই মঞ্চে ছিল তৃণমূলের জেলা স্তরের নেতা নেত্রীরা। মঞ্চের পিছনের ত্রিপল ছিড়ে যেতেই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসে নেতা-নেত্রীরা।শেডর উপর থেকে পড়ে আহত এক পেন্ডেল কর্মী।তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ’বিষয়ে তৃণমূল নেতা রাজিব বন্দ্যোপাধ্যায় বলেন,আবহাওয়ার কারণে মূলত বন্ধ হয়ে গেল জনসভা কর্মসূচি।তবে রাস্তায় মিছিল করে জনসংযোগ কর্মসূচি করার চিন্তা ভাবনা চলছে।এই প্রথম নয় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঝড় বৃষ্টি কারণে বাতিল হয়ে গেছে।সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো নদীয়ার বাদকুল্লায়। প্রবল ঝড় বৃষ্টির কারণে ভেস্তে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও নব জোয়ারে জনসংযোগ কর্মসূচি সাড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার কর্মী সমর্থকরাও প্রবলবৃষ্টি মাথায় নিয়ে জনসংযোগ কর্মসূচিতে পা মেলায়। এদিন নদীয়ার বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে নব জোয়ার কর্মসূচিকে সামনে রেখে আয়োজন করা হয় এক জনসভার। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেস্তে যায় জনসভা। পরবর্তীতেও অঝোরে বৃষ্টি চললেও জনসংযোগ কর্মসূচি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুপাশে দেখাযায় কাতারে কাতারে মানুষের ভিড়, এছাড়াও হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সূত্রের খবর বাদকুল্লায় জনসংযোগ কর্মসূচি সেরে নদীয়ার চাকদার উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও একইভাবে করবেন নবজোয়ার কর্মসূচি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct