দেবাশীষ পাল, মালদা, আপনজন: ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ও ২৯ নম্বর এই দুই ওয়ার্ডের সীমানা কৃষ্ণপল্লী বাপুজি কলোনি এলাকায় ইংলিশ বাজার পৌরসভার একটি শিশু উদ্যান ছিল। সে শিশু উদ্যানে বাচ্চাদের খেলার সামগ্রী দিনের পর দিন সেখান থেকে উধাও হয়ে যায়। ফলে সেখানে একটি মাঠে পরিণত হয়। এলাকার লোকজন সেখানেই বিকেল করে সময় কাটাতো এবং বাচ্চারা খেলাধুলা করতো। সেই স্থানেই ইংরেজ বাজার পৌরসভা দুই ওয়ার্ডের মানুষের সুবিধার্থে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বসানোর উদ্যোগ গ্রহণ করে। সমস্ত রকম প্রক্রিয়া শুরু করে দেয় পৌরসভার উদ্যোগ। কিন্তু এলাকাবাসীর অভিযোগ এই এলাকায় কোন মাঠ নেই। যার ফলে এলাকাবাসীরা এবং ছোট ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা এবং বিশ্রাম নেয়। সেখান থেকে মালদা মেডিকেল কলেজের দূরত্ব যেতে তাকে মাত্র পাঁচ মিনিট তবে এখানে কেন স্বাস্থ্য কেন্দ্র করা হবে প্রশ্ন তুলে বাধা দেয় এলাকার লোকজন। তালা মেরে বিক্ষোভ শুরু করে। ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মেডিকেল কলেজের চাপ কমানোর জন্যই এলাকায় এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বসানোর উদ্যোগ সরকার গ্রহণ করেছে, যার ফলে টাকাও বরাদ্দ হয়েছে। কিছু স্বার্থান্বেষী মানুষ কিছু এলাকার মেয়েদের উসকে দিয়ে আন্দোলন করাচ্ছে। সকলকে বোঝানো হবে, না বুঝলে তারপর প্রশাসনিকভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct