জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। শুক্রবার সকাল থেকেই পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের তিলকডি মোড়ে পথ অবরোধে সামিল হন তুন্তুড়ী-সুইসা অঞ্চলের লেংডি গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুইসা ফাঁড়ির পুলিশ। অবরোধের জেরে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। জানা গিয়েছে,পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে বাঘমুণ্ডি ব্লকের তুন্তুড়ী-সুইসা অঞ্চলের লেংডি হরিমন্দির থেকে সুইসা কলেজ রোড পর্যন্ত রাস্তার শিলান্যাস হয়।রাস্তাটিতে প্রায় ৩৩ লক্ষ ২৪ হাজার ৯৬৯ টাকা বরাদ্দ হয়। বাঘমুণ্ডি এলাকার রণজিৎ কুমার মেহেতা নামক এক ঠিকাদার সংস্থা এই রাস্তার কাজটি পায়। তবে গ্রামবাসীদের অভিযোগ, রাস্তাটি শিলান্যাস হয় লেংডি হরিমন্দিরের সামনে বোর্ড লাগিয়ে। কিন্তু কাজের সময় লেংডি নীচপাড়া থেকে কাজটি শুরু হয়। ফলে পাকা রাস্তা থেকে বঞ্চিত হয় লেংডি উপর পাড়ার বাসিন্দারা। গ্রামবাসীরা আরও জানান, লেংডি হরিমন্দির থেকে সুইসা কলেজ রোড পর্যন্ত পাকা রাস্তার দাবিতে তুন্তুড়ী - সুইসা অঞ্চলের প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হয় দিন কয়ে আগে। সেই সময় প্রধান আশ্বাস দিলেও কোনো কাজ না হওয়ায় শুক্রবার সকাল থেকে পথ আবরোধ শুরু করেন গ্রামবাসীরা। দীর্ঘ আট ঘন্টা পর স্থানীয় ব্লক অফিস থেকে একটি প্রতিনিধি এসে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং তারা বলেন বিডিও র সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ব্লক প্রশাসনের সেই আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। সমস্যার সমাধান না হলে,ভোট বয়কটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct