সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার দিন ঘোষণা করা হয়। সেই মতোই শুক্রবার বিকেলে কেশপুর সমষ্টি বউন্নয়ন আধিকারিকের দপ্তরে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। সর্বদলীয় বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তথা বর্ষীয়ান তৃণমূল নেতা চিত্ত গরাই জানান, বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ার নিয়ম মেনে মনোনয়ন পত্র জমা দেওয়া ও মিছিল মিটিং সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। সিপিএম নেতা শেখ নিয়ামত আলী জানিয়েছেন, বৈঠকে প্রার্থী পদ জমা দেওয়া ও তোলা সহ ভোট প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি আদালতে গেছে। আমরা সব আসনেই প্রার্থী দেবো। তবে কেশপুর এর মত জায়গায় দাঁড়িয়ে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত আগামী দিনে কতটা ছাপ পড়বে পঞ্চায়েত নির্বাচনে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct