রঙ্গিলা খাতুন, সালার, আপনজন: পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নের প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালারের। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত ১২ জন।শুক্রবার সালার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। আহতদের সালার গ্রামীণ হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। সালু পঞ্চায়েতের প্রধান মুস্তাক আলি সহ দুজনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের চিকিৎসা চলছে সালারে। ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের সালারের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন ও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য আনিরুল ইসলাম। উত্তপ্ত এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই সালারে ব্লক অফিসে সর্ব দলীয় বৈঠক থেকে বেরিয়ে মিছিল করে যাওয়ার সময় সালার ব্যাসস্ট্যান্ডের কাছে যুব তৃণমূল কার্যালয়ের সামনে ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীদের উপর হামলা করেন বিধায়ক হুমায়ুন কবীর অনুগামীরা। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক হুমায়ুন কবীর। এ বিষয়ে ভরতপুর দুই ব্লকের তৃণমূল সভাপতি মুস্তাফিজুল রহমান জানান, মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। আলোচনা শেষ করে ষ্টেশনের কাছে আসছিলেন। তখন কিছু মোটর বাইকের ওপর দুস্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। বেশ কয়েকজন নেতা আহত হন, প্রধান বিজ্ঞান-সহ আরও বেশ কয়েকজন আহত হন। বহরমপুর-মুর্শিদাবাদ জেলার তৃণমূলের চেয়ারম্যান অপূর্ব সরকার জানান, তৃণমূল কর্মীদের ওপর হামলা তীব্র নিন্দা করছি। কী কারণে এই ঘটনা ঘটেছে, তার জন্য আমরা রিপোর্ট চাইব। বিরোধীদের দাবী অবলিম্বে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সুস্থভাবে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা করা হোক। এ বিষয়ে সালারের সিপিএম নেতা জাহাঙ্গীর সেখ বলেন, রাজ্য পুলিশ তো তৃণমূল নেতাদের কথায় চলে। সাধারণ মানুষের অভাব অভিযোগ কে শুনবে? “
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct