আজিম শেখ, বীরভূম, আপনজন: শুক্রবার কোটাসুর কংগ্রেস পার্টি অফিসে ময়ূরেশ্বর - ২ নং ব্লক কংগ্রেসের সভাপতি জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের উপস্থিতিতে উলকুন্ডা গ্রাম পঞ্চায়েত থেকে ১) রহিম সেখ (জয়) ২) মনোরুদ্দিন সেখ (দুলাল) ৩) রহমতুল্লা সেখ ( ইনকার) ৪) বসিরউদ্দিন মল্লিক সহ ৫০০ জন তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। তাঁদের হাতে পতকা তুলে দলে বরণ করে নিলেন বীরভূম জেলা কংগ্রেস কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct