সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাজ্য সড়কের ওপর এক কোমর গর্ত করে তৈরি হচ্ছে পাইপ লাইন, সমস্যায় নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ, বাড়ছে দুর্ঘটনার প্রবণতা ।বাঁকুড়া জেলার কোতুলপুর থানার ওপর দিয়ে বয়ে গেছে বাঁকুড়া আরামবাগ অহল্যা বাই রাজ্য সড়ক, পি ডব্লিউ ডি’র পক্ষ থেকে করা হয়েছে ঝা চকচকে রাস্তা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই রাস্তা যেন গোদের ওপর বিষফোঁড়া, রাস্তার উপর তৈরি হচ্ছে পিএইচই দপ্তরের পাইপ লাইন, যে কারণেই রাস্তার পাশ দিয়ে এক কোমর গর্ত করে তৈরি করা হচ্ছে এই পাইপ লাইন, যার জেরে সমস্যায় পড়ছে নিত্যযাত্রীরা, সমস্যায় স্থানীয় ব্যবসায়ীরা, একেতেই কোতুলপুর শহরের উপর দিয়ে রয়েছে সংকীর্ণ এই রাজ্য সড়ক কোন মতে দুটি গাড়ি পারাপার করা সম্ভব হয় তার ওপর গর্ত করে গর্তের মাটি ফেলেছে রাস্তার উপরে। স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে ওয়ানওয়ে রাস্তা, যার জেরে এই তীব্র গরমে প্রতিনিয়ত হচ্ছে যানজটের সমস্যা । তবে স্থানীয়দের দাবি, বিকল্প রাস্তার পাশ দিয়ে পাইপলাইন তৈরি হোক। যাতে করে না হয় তীব্র যানজট । তবে সমগ্র বিষয় নিয়ে বিষ্ণুপুর মহকুমার পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুকান্ত চক্রবর্তী জানান পি ডব্লিউ ডি সাথে কথা হয়েছে বাইক বসানো হয়ে গেলেই রাস্তাগুলি মেরামত করে দেয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct