আপনজন ডেস্ক: নিলামে উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রুবি (রত্ন পাথর)। গত ৮ জুন নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলস অকশনে উঠে এটি। ৫৫ দশমিক ২২ ক্যারেট ওজনের এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। সম্প্রতি নিউইয়র্কের সেই নিলামেই রেকর্ড দামে বিক্রি হয়েছে মূল্যবান পাথরটি। নিলামে বিক্রি হওয়া এ যাবৎকালের সবচেয়ে বড় ও দামি রুবি এটাই। মাত্র এক বছর বাগে কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস আফ্রিকার মোজাম্বিকের একটি খনিতে রুবিটি আবিষ্কার করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct