মনজুর আলম, মগরাহাট, আপনজন: বিশিষ্ট আলেম হাফেজ তাজুল ইসলাম মোল্লা (৬৮) মগরাহাটের যুগদিয়ার নিজ বাসভবনে বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিট ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি...)। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। জয়নগর থানা এলাকার দলুয়াখাকি মাদ্রসা তারিফুল ইসলাম প্রতিষ্ঠাতা ও মাদ্রসা আইনুল উলুম গোয়ালবেড়িয়া মমরেজগড় মাদ্রাসার প্রধান শিক্ষক এবং নামাজগড় মাদ্রাসায় কর্মরত ছিলেন। মগরাহাট রমজানিয়ার তবলিগি মারকাজের জিম্মাদার ছিলেন দীর্ঘদিন। বুধবার ইশার নামাজের পরে নামায এ জানাযা পড়ান তার পুত্র মুফতি মাহমুদুল হাসান। জানাযায় উপস্থিত হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দের সম্পাদক মুফতি আমিন উদ্দিন মুফতি নেশার, মাওলানা আব্দুল ওহাব , শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি লিয়াকাত আলী এবং রমজানিয়া মারকাজ জিম্মাদার মাওলানা আয়ুব আলী ও তিলপি মাদ্রসা প্রধান শিক্ষক (তানার ছাত্র) হাফিজ মজিবর রহমান প্রমুখ। ইহা ছাড়া মাওলানা আনসারুল হক কাসেমী সহ বহু আলেম ওলামারা উপস্থিত ছিলেন। মরুহম তাজুল বঙ্গ বিখ্যাত ওলামা মরহুম আব্দুল ওহাব সাহেব( র:) ও আব্দুল গাফফার সাহেব (র:) ছাত্র ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদ্রাসার সঙ্গে তবলিগি জামাত, জিকির মজলিস সহ বিভিন্ন দ্বীন কাজের সাথে যুক্ত ছিলেন এবং খেদমত করে গিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct