আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসির পারাজ স্টেশন মোড়ে কুর্মি আন্দোলনের বিরুদ্ধে আদিবাসীদের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ। সকাল দশটা থেকে ওই আন্দোলন শুরু হয়। চলে সাড়ে বারোটা প্রযন্ত। ইতিমধ্যেই জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ওই আন্দোলন চলছে বলে জানা গেছে। যেখানে ২৬ টি আদিবাসী সংগঠন যোগ দিয়েছে। আন্দোলনকারীদের দাবি কুর্মিরা তাদের সম্প্রদায় ভুক্ত হতে রাজ্যে রেল ও সড়ক অবরোধ করছে। তারা ত্হতে দেবেন না বলেই রাজ্য জুড়ে তারা আন্দোলন করছেন। প্রতিবাদ জানাতে তীর ধনুক, দা, কুড়ুল, কাটারি, লাঠি, ও শাবল নিয়ে ওই আন্দোলনে যোগ দেন বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিকে আন্দোলনের জেরে জাতীয় সড়কে দুটি নেলে আটকে পরে বহু যানবহন। তবে জরুরী পরিবহন ও অ্যাম্বুলেন্স চলাচল ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। তাতে সহযোগিতা করেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে আসে গলসি থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে হাজির হয় জেলা পুলিশের কর্তারা। অবশেষে পুলিশের আশ্বাসে ওই আন্দোলন উঠে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct