রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: শিশুকে বাঁচাতে এগিয়ে এলেন সিভিক ভলেন্টিয়ার। থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্তদিতে হাসপাতালে পৌঁছে গেলেন সিভিক ভলেন্টিয়ার আসরাফুল হক। প্রসঙ্গত খড়গ্রাম থানার অন্তর্গত পারুলিয়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দলই নামে চার বছরের বাচ্চার থ্যালাসেমিয়া র্যোগে আক্রাক্ত, রক্তের খুব প্রয়োজন। বুধবার সকাল থেকে থেকে কান্দি হাসপাতালে থ্যালাসেমিয়া রোগে আক্রাক্ত বাচ্চাকে নিয়ে রক্তের জন্য কান্দি ব্লাড ব্যাঙ্কে বার বার ঘুরেও হয়রানি হয়ে ছেলের জন্য রক্তের ব্যবস্থা করতে পারেনি অসুস্থ বাচ্চার মা। কান্দি হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের কর্মরত অফিসার জানান বি পজেটিব রক্তের নেই। বাচ্চাকে খুব চিন্তায় পড়ে যায় পরিবার। অবশেষে দুপুর ১ টা নাগাদ খবর আসে কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষের কাছে। অসহায় বাচ্চার বি পজেটিভ রক্তের জন্য পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এগিয়ে আসার জন্য আহ্বান করেন আই সি সভাষ চন্দ্র ঘোষ। মুহুর্তের মধ্যেই কান্দি সাব ট্রাফিক গার্ডে কর্তব্যরত আশরাফুল হক নামে সিভিক ভলেন্টিয়ার কান্দি হাসপাতালে ছুটে আসেন এবং অসুস্থ বিশ্বজিৎ দলইয়ের জন্য রক্তদান করেন। রক্ত পেয়ে হাঁসি ফুটেছে বাচ্চা সহ পরিবারের। এই মহতী কাজের জন্য রক্তদাতা সিভিক ভলেন্টিয়ার আশরাফুল হক ও কান্দি থানার আই সি সুভাষ ঘোষ সহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পরিবার। এ বিষয়ে কান্দির আইসি সুভাষ চন্দ্র ঘোষ বলেন, সিভিকের ডিউটির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসে। বিপদের সময় মানুষের পাশে দাড়ানো কর্তব্য। রক্ত পেয়ে বাচ্চা সুস্থ আছে শুনে খুব ভালো লাগছে। “এই মহতী কাজের কথা সোশাল আসতেই পুলিশ প্রশাসনের এই ভূমিকাকে সালুট জানিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যাক্তি থেকে সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct