নকীব উদ্দিন গাজী, রায়দিঘী, আপনজন: প্রচন্ড গরম এর ফলে ব্লাড সেন্টারের রক্তের সংকট, ডায়মন্ডহারবার ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পুলিশ প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের রায়দীঘি থানার উদ্যোগে বৃহস্পতিবার দিন স্বেচ্ছায় এক রক্তদান শিবির করা হয় ৎ। যেখানে ২৬০ জন সিভিক ভলেন্টিয়ার রক্ত দেন। আর এই সিভিক ভলেন্টিয়ারদের উদ্বুদ্ধ করতে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার তাদের পাশে শুয়ে রক্ত দেন। একদিকে থ্যালাসিমিয়া ও অন্যদিকে মুমূর্ষু রোগীর কথা মাথায় রেখে এই রক্তদান শিবির বলে জানালেন রায়দিঘির থানার ভাবপ্রাপ্ত আধিকারিক। এই রক্তদানের শিবিরে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাউ। উপস্থিত ছিলেন মন্দিরবাজার ডিএসপি বিশ্বজিৎ মন্ডল। এদিন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বলেন ,সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে রক্তদান শিবিরে ,গরমে রক্তের সংকট দেখা দিয়েছে, একমাত্র মানুষের শরীরের রক্ত তৈরি হয়, আর সেই মানুষ ,মানুষকে রক্ত দিয়ে মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে। তাই সমস্ত সংগঠন দের বলবো রক্তদান শিবির করতে তাতে মুমূর্ষ মানুষের জীবন বাঁচবে। রক্তের সংকটে মানুষের মৃত্যু হবে না। তাই এগিয়ে আসুন রক্তদান করুন। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct