সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: রাজ্যজুড়ে আদিবাসীদের সম্মিলিত সংগঠন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশানস্ ওয়েস্ট বেঙ্গল এর তরফে ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে ৮ ই জুন বৃহস্পতিবার।বীরভূম জেলার নানা স্থানে বিভিন্ন আদিবাসী সংগঠনের উদ্যোগে বাংলা বন্ধের সমর্থনে জেলায় বহু স্থানে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধে সামিল হওয়ার চিত্র দেখা যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা ও ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফে রাজনগর ব্লকের ডাকবাংলোয় পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। কুর্মি সম্প্রদায়কে আদিবাসীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদেই মূলত এই বনধ ডাকা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃত্ব। কুর্মি সম্প্রদায়কে তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার প্রয়াস চালানো হলে আগামী দিনে রাজ্যজুড়ে আদিবাসী সংগঠনের নেতৃত্বে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেন রাজ্য সরকারকে। এদিনের বাংলা বন্ধের সমর্থনে পৃথক পৃথক ভাবে পশ্চিমবঙ্গ আদিবাসী গাউতা ও ভারত যাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকেবিবৃতি দেওয়া হয়। অন্যদিকে সিউড়ি বোলপুর, খয়রাশোল, দুবরাজপুর, ময়ূরেশ্বর প্রভৃতি স্থানে পথ অবরোধের চিত্র দেখা যায়। বন্ধের জেরে বেসরকারি পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct