আপনজন ডেস্ক: এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার কে? বিতর্কটা অনেক দিনের। ক্রিকেটের বাকি দুই সংস্করণে প্রজন্ম সেরা ক্রিকেটার হিসেবে বেশির ভাগ সময়েই ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির নামটাই আসে। এই দুই সংস্করণে কোহলির ঈর্ষণীয় রেকর্ডের কারণে তাঁর পরের স্থানটি কার হবে, তা নিয়েই আলোচনাটা বেশি হয়। তবে টেস্টে বিষয়টা তেমন নয়। এখানে কোহলিকে টেক্কা দেওয়ার মতো আছেন আরও কয়েকজন। কোহলির সঙ্গেই উচ্চারিত হয় জো রুট, কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথের নাম। তবে কোহলি বোধ হয় বিতর্কের ইতি টানতে চাইলেন। এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার হিসেবে ভারতের এই তারকা ক্রিকেটার বললেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্মিথের নাম। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ সম্পর্কে কোহলি বলেছেন, ‘আমার মতে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার স্মিথ। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার তাঁর যে ক্ষমতা, সেটা দুর্দান্ত আর সেটা সে অনেক বছর ধরে দেখিয়ে আসছে। ৮৫-৯০ টেস্ট খেলে তাঁর ব্যাটিং গড় ৬০ এর আশপাশে, যা অনেকটাই অবিশ্বাস্য।’ ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরির অপেক্ষায় স্টিভেন স্মিথ স্মিথের ধারাবাহিকতা ও ম্যাচে প্রভাব নজর কেড়েছে কোহলির, ‘ স্মিথ ব্যাট হাতে যতটা ধারাবাহিক, ম্যাচে তার রানের যে প্রভাব, তা গত ১০ বছরে অন্য কোনো ক্রিকেটারের মধ্যে আমি দেখিনি। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct