আপনজন ডেস্ক: গত মৌসুমজুড়ে একজন কার্যকর মিডফিল্ডারের জন্য হাহাকার করেছে লিভারপুলের সমর্থকেরা। মার্সিসাইড অঞ্চলের ক্লাবটির ভরাডুবির পেছনেও মূল কারণ ভাবা হচ্ছিল মিডফিল্ডারের অভাবকে। তাই হয়তো দলবদলের শুরুতেই সবার আগে একজন মিডফিল্ডারকে দলে ভেড়াল লিভারপুল। ব্রাইটন থেকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারকে কিনে নিয়েছে লিভারপুল।আর্জেন্টাইন মিডফিল্ডারকে কিনতে লিভারপুলের খরচ হয়েছে ৫ কোটি ৫০ লাখ ইউরো। লিভারপুলের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ম্যাক আলিস্টার। আজ বিকেলে নিজের ওয়েবসাইটেই ম্যাক আলিস্টারকে দলে ভেড়ানোর সিদ্ধান্তটি জানিয়েছে লিভারপুল।আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারমৌসুমের শেষ দিকেই ম্যাক আলিস্টারের লিভারপুলে আসার গুঞ্জন সামনে আসে। তখন অবশ্য শোনা গিয়েছিল, লিভারপুল চ্যাম্পিয়নস লিগে সুযোগ না পেলে ম্যাক আলিস্টার অ্যানফিল্ডের ক্লাবটিতে আসবেন না। তেমন কিছু অবশ্য হয়নি। লিভারপুলকেই শেষ পর্যন্ত নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার। লিভারপুলে ম্যাক আলিস্টার খেলবেন ১০ নম্বর জার্সি পরে। আনুষ্ঠানিকভাবে লিভারপুলে নাম লেখানোর মধ্য দিয়ে ব্রাইটনের সঙ্গে ম্যাক আলিস্টারের সাড়ে তিন বছরের সম্পর্কও শেষ হলো। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে ইংল্যান্ডের ক্লাবটিতে আসেন। এরপর অবশ্য দুই মেয়াদে আর্জেন্টিনোস জুনিয়র্স এবং বোকা জুনিয়র্সে ধারেও খেলেছেন।লিগে তাঁর অভিষেক হয় ২০২০ সালের মার্চে। তবে ম্যাক আলিস্টারের নিজেকে তৈরি করেন ব্রাইটনের সাবেক কোচ গ্রাহাম পটারের অধীনে খেলে। খেলার মান বিবেচনায় অনেকে তাঁকে লুকা মদরিচের সঙ্গেও তুলনা করে থাকেন। ব্রাইটনের হয়ে সব মিলিয়ে ১১২ ম্যাচ খেলে ২০ গোল করেছেন ম্যাক আলিস্টার।ম্যাক আলিস্টারকে দলে ভেড়ানো নিয়ে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘আমরা একজন প্রতিভাবান, স্মার্ট, কৌশলগতভাবে দারুণ দক্ষ একজন ফুটবলারকে দলে ভেড়াচ্ছি। এটা আমাদের জন্য দারুণ খবর।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct