আপনজন ডেস্ক: পবিত্র হজ পালন করতে মক্কায় প্রথম আরব কাফেলা এসে পৌঁছেছে। গত ৬ জুন ইরাক থেকে ১৯২ এবং আলজেরিয়া থেকে ২৯৪ হজযাত্রীকে মক্কায় বরণ করে নেয় দি মুতায়িফস অব আরব হজ কম্পানি। এর আগে গত ৪ জুন স্থলপথে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সৌদি আরবে পৌঁছে ইরাকের হজযাত্রীদের প্রথম কাফেলা। এদিকে গত ৭ জুন প্রথম বারের মতো মক্কা রুটি ইনিশিয়েটিভ ব্যবহার করে জেদ্দায় পৌঁছে তুরস্কের হজযাত্রীরা।একই সময় ভারত নিয়ন্ত্রিত জন্মু ও কাশ্মির থেকে ১২ হাজারের মতো হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে। হজের প্রস্তুতি হিসেবে মক্কার প্রবেশপথে ১০ লাখ ৮৮ হাজার বর্গমিটার আয়োতনের পাঁচটি পার্কিং লট প্রস্তুত করা হয়। এখানে অন্তত ৫০ হাজার গাড়ি একসঙ্গে পার্কিং করা যাবে। হজযাত্রীদের আগমনের জন্য মক্কার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথ প্রস্তুত রেখেছে সড়ক বিষয়ক সৌদির জাতীয় কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct