আপনজন ডেস্ক: ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল ২০১৮ সালের ২৬ এপ্রিল, টুর্নামেন্ট শুরুর ১৩ মাস আগে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল আরও আগে—টুর্নামেন্ট শুরুর ১৮ মাস আগে ২০১৩ সালের ৩০ জুলাই। ভারতে হতে যাওয়া এ বছরের বিশ্বকাপের বাকি চার মাসের মতো। অথচ এখনো প্রকাশ করা হয়নি সূচি!সম্প্রতি বলা হয়েছিল, ওভালে গতকাল শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মধ্যেই প্রকাশ করা হবে এ বিশ্বকাপের সূচি। তবে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলছেন, গতকাল পর্যন্ত তাঁর হাতেই এ সূচি এসে পৌঁছায়নি। তাঁর আশা, ‘যত দ্রুত সম্ভব’ এ সূচি প্রকাশ করা হবে।গত মার্চে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, এবারের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে হবে। তবে স্বাগতিক ভারত বা আইসিসি এখন পর্যন্ত কোনো দিন তারিখ নিশ্চিত করেনি।বিসিসিআইয়ের সচিব জয় শাহ সম্প্রতি বলেছিলেন, ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মধ্যেই এ সূচি প্রকাশ করা হবে। তবে সে নিশ্চয়তা দিতে পারেননি অ্যালারডাইসও। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালের সঙ্গে কথা বলার সময় অ্যালারডাইস বলেছেন, ‘আমার মনে হয় আজও (বুধবার) আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। আমাদের (এরপর) অংশগ্রহণকারী দেশগুলো ও ব্রডকাস্টারদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। এরপর যতটা দ্রুত সম্ভব আমরা এটি প্রকাশ করতে পারব। আমরা এ রকম ইভেন্টে আয়োজকদের সঙ্গে মিলেই কাজ করি।’ঠিক কী কারণে বিলম্ব, সেটি নিশ্চিত করেননি অ্যালারডাইস। তিনি বলেছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে অনেক রকমের পরামর্শের দরকার পড়ে, ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে। আয়োজকের ওপরও একটা ভালো ইভেন্ট উপহার দেওয়ার অনেক দায়িত্ব থাকে। তাদের সব রকমের সম্ভাব্য ব্যাপারই ভেবে দেখতে হবে।’এবারের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আছে আলোচনা। সম্প্রতি দেশটিতে সফর করে এসেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে, ছিলেন অ্যালারডাইসও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct