আপনজন ডেস্ক: কয়লা পাচার-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। আবার একই দিনে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিশ দিয়ে ১৩ জুন সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলল। তবে, জনসংযোগ কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় ইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল অভিষেকের। ওই মামলায় অভিষেককে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে বলে অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো কিছুদিন আগে অভিষেককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল নিজাম প্যালেসে।বৃহস্পতিবার সল্টলেকের সিজিএ কমপ্লেক্সের ইডির দপ্তরে দুপুর সাড়ে ১২টায় উপস্থিত হন রুজিরা। ইডির দফতরে যাওয়ার পরপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংস্থার কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসেন ইডির দুই শীর্ষ কর্মকর্তা। তারাও জিজ্ঞাসাবাদ করেন রুজিরাকে। দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে তিন ঘণ্টা একটানা জেরা ও তা ভিডিও রেকর্ডিং করেন ইডির গোয়েন্দারা। প্রায় পৌনে চার ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে যান রুজিরা। এ সময় অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে শুধু হাত জোড় করে নমস্কার জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান সিজিও কমপ্লেক্স থেকে। ৫ জুন রুজিরা তাঁর দুই শিশুসন্তান নিয়ে দুবাইয়ে যাওয়ার উদ্দেশ্যে কলকাতার বিমানবন্দরে ভোরে পৌঁছালে অভিবাসন দপ্তর তাঁকে দুবাইয়ে যেতে দেয়নি। তাঁর বিরুদ্ধে ইডির একটি মামলায় ‘লুক আউট নোটিশ’ জারির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর থেকে ফিরে আসেন নিজের বাসায়। ওই দিনই ইডি বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ ইডি দপ্তরে হাজির হওয়ার নোটিশ ধরিয়ে দেন। রুজিরার বিরুদ্ধে থাইল্যান্ডসহ অন্য দেশের ব্যাংকে হিসাব রয়েছে বলে অভিযোগ রয়েছে ইডির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct