আপনজন ডেস্ক: বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনারের আসনে বসার সঙ্গে সঙ্গে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বাদ্যি বাজিয়ে দিলেন রাজীব সিংহ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজীব সিংহ জানিয়ে দিলেন, ৮ জুলাই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। আর তা হবে এক দফায়। জুলাই মাস মানে তখন বর্ষার ঘনঘটা। তার মধ্যেই এবার পঞ্চায়েত নির্বাচন। এ নিয়ে রাজীব সিংহ সাংবাদিক সম্মেলনে জানান, দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ ৮ জুলাই, শনিবার হবে। অার মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে শুক্রবার, ৯ জুন থেকেই। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১১ জুলাই ভোট গণনা শুরু হবে। চূড়ান্ত ফল ঘোষণা ১৯ জুলাই। একই সঙ্গে বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচন বিধি চালু হয়ে গিয়েছে। ফলে, রাজ্যের ২২টি জেলায় ৮ জুলাই পঞ্চাযত ভোটের মহাযুদ্ধ। উল্লেখ্য, রাজ্যে মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। ৮ জুলাই, শনিবার এই ৬৩ হাজার ২৮৩টি আসনেই একদফাতেই ভোট গ্রহণ করা হবে। বিগত দু’টি পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসার নিদর্শন ছিল। গতবার পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। ভোটে কারচুপির অভিযোগও তুলেছিলেন বিরোধীরা। তাই বিরোধী দলগুলির পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার আর্জি জানানো হয়েছে। যদিও এ প্রসঙ্গে রাজীব সিংহ জানিয়েছে,‘‘রাজ্য পুলিশের উপর ভরসা রাখা উচিত। আমাদের উপর আস্থা রাখুন। প্রস্তুতিতে কোনও গাফিলতি থাকবে না। রাজ্য সরকারি কর্মচারীদের বলব আস্থা রাখতে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘পঞ্চায়েত ভোটকে আমরা স্বাগত জানাচ্ছি। যে পরিষেবা গত পাঁচ বছরে মানুষ পেয়েছেন তাতে আমরা নিশ্চিৎ যে তৃণমূলকেই ভোটাররা বেছে নেবেন।’ অন্যদিকে, শুক্রবার মনোনয়নপত্র জমা শুরু হলৌ অনলাইনে বা হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দেওয়া যাবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেননি রাজ্য নির্বাচন কমিশনার। আইনমাফিক ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বোর্ডের মেয়াদ পাঁচ বছর। ২০১৮ সালে মে মাসে পঞ্চায়েত ভোট হয়েছিল। কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত বোর্ড একই দিনে গঠন করা হয়নি। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন দিনে তারা কার্যভার গ্রহণ করে। ফলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের মেয়াদ বিভিন্ন দিনে শেষ হবে। সবচেয়ে বেশি ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে। তবে, এক দফায় ভোট নিয়ে বিজেপি কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। নির্বাচন নিয়ে আদালতে মামলা হলে সেক্ষত্রে ত্রিস্তরীয় পঞ্চাযেত নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদিও তা পুরোপুরি নির্ভর করবে আদালতের উপর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct